গল্প শুধুই কল্পনার বহিঃপ্রকাশ নয়, গল্প সমাজের আয়না; গল্পের মাধ্যমেই লেখক বুনে চলেন অতীতের শিক্ষা, বর্তমানের মুহূর্ত যা তৈরি করে ভবিষ্যতের জন্য এক মুখর বর্ণনা। সেই বর্ণনার মাধ্যমেই যে গল্প পাঠকের মনে রেশ রেখে যায়, সে গল্প সময়ের সীমায় বাঁধা থাকেনা বেঁচে থাকে পাঠকের মনে। শ্রী সঞ্জীবকুমার দে'র, বিভিন্ন সময়ে লেখা, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেরকমই কুড়িটি গল্প আমরা এই সংকলনে বেছে নিয়েছি আর সেই সংকলন যথার্থই শুধু গল্প নয় ― গল্পের মোড়কে সাজিয়ে দেওয়া বার্তার সমাহার।
কিশোর পাঠকদের জন্য লেখা হলেও এই গল্পগুচ্ছ ভালোলাগবে ছোটো-বড়ো সবার। মন্তাজের অন্য বইয়ের মতোই এই বইয়েরও প্রতিটি গল্পের সঙ্গে থাকছে মানানসই এবং আকর্ষণীয় ছবি।
লেখক: শ্রী সঞ্জীবকুমার দে
প্রচ্ছদ ও অলঙ্করণ: শ্রী সঞ্জীবন বসু