ছোটোদের জন্য গল্প-ছড়ার সঙ্কলন
পরিচিত তথা প্রতিষ্ঠিত লেখকের পাশাপাশি নবীন লেখক লেখিকাদের গল্প এবং ছড়া এই বইতে রয়েছে। আমাদের সম্পাদক দক্ষতার সাথে সেই সব ছড়া এবং গল্প নিয়ে এসেছেন আপনাদের বাড়ির কচিকাঁচাদের কথা ভেবে, যেগুলো তারা সহজে পড়তে এবং বুঝতে পারবে। বাড়ীর বড়দের সুবিধার জন্য সূচিপত্রেই গল্পটি কোন বয়সের পাঠকের উপযোগী সেটারও একটা ধারণা দেওয়া হয়েছে। হরফের মাপ দেখলেই বুঝবেন বাচ্চাদের চোখের কথা ভেবেই যথাযথ করা হয়েছে সেটি এবং গল্পের দৈর্ঘ্যও বাচ্চাদের কথা ভেবেই রাখা হয়েছে পরিমিত। বিষয় ভাবনায় বৈচিত্র্য তো উল্লেখ্য - নানা বিষয়ে ছোটো ছোটো ছড়ার সাথে সাথে রূপকথা,সরল ভাষায় বিজ্ঞানের গল্প ছাড়াও মজার ভূতের গল্প পাবেন এই প্রথম ভাগে। এরপর পাতা ওল্টালেই চমক - প্রত্যেকটা গল্প আর ছড়ার সাথে আকর্ষণীয় লাইন স্কেচ! গল্পের সাথে ছবি তো থাকেই কিন্তু কিচিরমিচির নিয়ে এসেছে নতুন এই ধরণ - এখানে গল্পের সঙ্গে থাকা ছবিটিকে রং করতে পারবে ছোটোরা। চিন্তা করবেন না, পাতার কোয়ালিটি এতটাই ভালো যে রং করলেও পাতা নষ্ট হবে না। তাই গল্প পড়ে, ছড়ার ছন্দে দুলে রং পেন্সিল হাতে তুলে নিতে মুহূর্তের অপেক্ষা! আর হ্যাঁ বই শেষ করে ব্যাককভার দেখতে ভুলবেন না! ওখানেই মন্তাজের এ বইয়ের আরেকটি আকর্ষণ! এই বইয়ের থেকে আপনার কচিকাঁচার আঁকা ছবি বা তাদের আধো গলায় আবৃত্তি করিয়ে সেটা পাঠিয়ে দিন হোয়াটস আপ নম্বরে। আমরা সেটা পোস্ট করবো আমাদের ফেসবুক প্রোফাইল/ইউটিউব/ওয়েবসাইটে। এতদিন তো মোবাইল নিয়ে বাচ্চারা বসে থাকতো, আমাদের বিশ্বাস এই বইটি হাতে পেলে আপনার সে চিন্তা দূর হবে! আসক্তি যদি থাকে তবে সেটা বইয়ের জন্য হোক, সেটাই আমরা মন থেকে চাই। মন ভালো থাকুক কচিকাঁচাদের, ওদের হাসিমুখ আমাদের ভালো রাখবে।
সম্পাদনা: অনন্যা বন্দ্যোপাধ্যায় মিত্র
প্রচ্ছদ ও অলঙ্করণ: নচিকেতা মাহাত