শরৎ এলি, কই রে ?
এই তো ঘাসে রই রে,
শিশির ধোয়া নাকছাবি ফুল
ফোটায় কেমন 'সই' রে!
শরৎ এলি, কিসে?
কেন, ধানের সবুজ শীষে!
আর এসেছি মেঘের থোকায়
পেঁজা তুলোয় মিশে!
শরৎ এলি, কখন?
কখন আবার? তখন -
লাখে লাখে শিউলি, শাখে
ছড়ায় সুবাস যখন!
শরৎ এলি, আরে!
রাংতা পাতার আড়ে,
আলতো বাতাস খুশির কি ঢেউ তুলছে পুকুরপাড়ে!!
শরৎ এলি, থাকবি তো ?
বেশ কিছুদিন আঁকবি তো,
শুভ্র কাশের চামর দোলায়
এ মন ভালো রাখবি তো!
থাকব আমি থাকব
শাপলা শালুক আঁকব;
দীঘির জলে পুজোর খুশির
সাতচাঁপা ফুল রাখব।
সুব্রত দাস