একটা ছেলের খুব ইচ্ছা ছিল মুক্তো দিয়ে হার বানানোর।একদিন ছেলেটার বাবা ওকে বললেন যে "তুই কি পাখার হাওয়া খাবি? নাকি হিমালয়ের হাওয়া খাবি, না সমু্দ্রের হাওয়া খাবি! ছেলে আনমনে ছিল কোন উত্তর দিল না, বাবা আবার বললেন ― “কি রে কোথাকার হাওয়া খাবি?” ছেলেটা লাফিয়ে বলে ― “সমুদ্রের হাওয়া খাব,সমুদ্রের”...বাবা হেসে বেরিয়ে গেলেন।
শুক্রবার কথা ছিল সমুদ্রে যাবার, কিন্তু এত রোদ ছিল যে তার বাবা-মা যেতে চাইছিল না। ছেলেটা তখন বুদ্ধি করে বলল ― “বাবা উড়োজাহাজে করে গেলে হয় না!” ছেলের ইচ্ছে বুঝে তাঁরা উড়োজাহাজের টিকিট কাটলেন। উড়োজাহাজে চেপে ছেলেটির বাবা বললেন ― “ভালো উপায় বলেছিলে নইলে আমাদের আর যাওয়া হত না।"
তারপর সে ক'দিন সমুদ্রের হাওয়া খেল ,চান করল আর বালির ভিতরে মুক্তো পেল।বাড়ি ফিরে গিয়ে সে ঐ মুক্তোর হার বানিয়ে মাকে উপহার দিল।
শিঞ্জনা দে