সরস্বতী বিদ্যেবতী
অনেক আছে তাড়া
স্কুল গাড়িতে, বইয়ের মাঝে
ছুটিস নে আর, দাঁড়া।
আজকে ছুটি গরম লুচি
তরকারিতে আয় ―
হলুদ শাড়ি পরিয়ে দিই মা,
বেলাই বয়ে যায়।
দেখ না ভাইয়ের হাতে-খড়ি
পুরুত মশাই বসে
ক্যাবলা পুচু সেলেট নিয়ে
কেমন আঙুল চোষে!
মা কী রকম সাজিয়েছে দেখ,
কত্ত ফলের বাহার,
অঞ্জলি আর একটু পরেই,
এখন তো "নো আহার"!
কুল খেতে খুব ইচ্ছে করে,
আজকে পরেই খাবি,
এ দিন খানা পেরিয়ে গেলে,
বছর ঘুরে পাবি।
আলপনা দি, কাঁসর বাজাই
সক্কলেতে মিলে
ভাই বোনে আর বাপ মায়েতে
আনন্দে সুর তুলে।
-ড. শুভায়ু দে