ছোট্টোবেলার দুষ্টুমিতে
কেউ ছিল না জুড়ি,
স্কুলে ছুটি হলে ছুটে
উড়িয়ে দিতাম ঘুড়ি।
মা বলত তুই পাজির সেরা সে কথা কি মানি,
নদীর পাড়ে ঘুড়ি হাতে
চলত টানাটানি।
সে ঘুড়ি তো আটটি কাঠির ভোমরাটি মন কাড়া,
রাখলে বেঁধে ভোঁ-ভোঁ করে জাগিয়ে রাখত পাড়া।
বাড়ি ছিল ছাড়া ছাড়া
দুই বন্ধু জুটে,
বাঁধনছাড়া ঘুড়ির খেলায় মজা নিতাম লুটে।
এখন সেসব জায়গা কোথায়?
ছাদের উপর ওঠে,
চায়না সুতোয় ময়ূরপঙ্খী
ঘুড়ি হাতে ছোটে।
পৌষ পার্বণে, বিশ্বকর্মা পুজোয় ঘুড়ির মেলা,
রঙ-বেরঙের লাটাই, সুতোয়
ঘুড়ি কাটা খেলা।
-জগদীশ মণ্ডল