Image-Description
Travels
গাছ আমাদের বন্ধু
Jun 14 2024 Posted by : শংকর দেবনাথ

গাছ আমাদের বন্ধু, ওরা
দেয় আমাদের কী কী,
কৃতজ্ঞতায় সে সব কথাই
ছড়ায় ছড়ায় লিখি।

সুগন্ধি ফুল, সুমিষ্ট ফল,
সবুজ প্রাণের মায়া,
দরদর ঘাম খর রোদে দেয়
শীতল স্নেহের ছায়া।

বিষ বায়ুকে শোষণ ক'রে
প্রাণবায়ু দান করে,
গাছের টানে আকাশ থেকে
বৃষ্টিধারা ঝরে।

ঝড় ঠেকাতে গাছরা নিজের
জীবন রাখে বাজি,
খাদ্য, বস্ত্র, রোগের ওষুধ-
সব দিতে গাছ রাজি।

গাছ পরিবেশ শান্ত রাখে
ক্লান্ত দেহ-মনে,
শান্তি সুখের মধুর হাওয়া
বওয়ায় ক্ষণে ক্ষণে।

রুক্ষ মরুর দুঃখ ঘোচায়,
আটকে রাখে মাটি,
গাছ আমাদের বাঁচার আশা
সুজন বন্ধু খাঁটি।



শংকর দেবনাথ
 


Popular Books


Comments

  • Sarmishtha Chatterjee

    সুন্দর

    Jun 14 2024
  • শঙ্কর কুমার চক্রবর্তী

    ভীষণ সুন্দর লেখা। প্রকৃতিকে নিয়ে যত চর্চা হয় ততই ভালো। অন্তত আগামী প্রজন্ম এর উপলব্ধিটা বুঝবে। এই সময়ের মানুষ শুধু গাছ কেটে লুটপাট চালাবে। আগামী দিন আরও কঠিন পরিস্থিতি আসছে।

    Jun 16 2024

Write a Comment