রোদ যেন রোদ নয় আগুনের গোল্লা,
পথেঘাটে নেই আর ছেলেদের হল্লা।
মাঠঘাট ফুটিফাটা খালবিল চৌচির,
দেশজোড়া এক হাল বনগ্রাম বৈঁচির।
বুক ফাটে পিপাসায় কঠিন এ গ্রীষ্মে,
মুক্তির পথ নেই আজ সারা বিশ্বে।
লেলিহান দাবানল কঙ্কাল বৃক্ষ,
জলাভাবে খাবি খায় মানুষের বৃক্ক।
সাবধান! সাবধান! ওই শোনো ঘন্টি,
ফেলো নাকো প্লাস্টিক আদরের বোনটি।
বেঁচে থাক নদী নালা বেঁচে থাক গাছটা,
কিচিমিচি পাখিছানা চ্যাং ব্যাং মাছটা।
বেঁচে যাবে তাজা প্রাণ বেঁচে যাবে বিশ্ব,
ডিজিটাল সভ্যতা হবে না তো নিঃস্ব।
ভালো থেকো খুশি থেকো নৃত্যের ছন্দে,
মেনে চলো প্রকৃতিকে যেও নাকো দ্বন্দ্বে|
- সবিতা বিশ্বাস