ছোট্টবেলার রথ
পেরিয়ে যায় পথ,
রথের ভেতর যে ভগবান
জীবনতুলির দেয় শুধু টান―
সে-ই যে বানায় পথ অফুরান
অসীম মনোরথ।
মনোরথের এই যে মেলা
আঁধার-আলোর এই যে খেলা,
এর মাঝে কেউ বাজায় বাঁশী,
কেউ যে লুকোয় কান্না-হাসি,
কেউ যে বলে ভালোইবাসি―
ফুরিয়ে আসে বেলা
তন্ময় ধর