সুন্দর এক রবিবারের সকালে পুপু জানালার ধারে বসে বসে এক মনে এক সারি পিঁপড়েকে লক্ষ্য করছিল, আর ভাবছিল কী করবে! এমন সময় তার মনে পড়ল যে তার স্কুলের ক্লাস টিচার তাকে স্কুলের পত্রিকার জন্য একটা রূপকথার গল্প লিখতে বলেছেন । তাই সে খাতা পেন নিয়ে বসল। কিন্তু কী যে লিখবে কিছুই মাথায় এল না তার। মাঝে একবার উঠেছিল মায়ের হাতের ফুলকো ফুলকো লুচি আর আলুর দম খেতে। তখন সে ভেবেছিল হয়তো খিদে পেয়েছে বলে মাথা কাজ করছে না, খেয়ে উঠে নিশ্চয়ই একটা ভালো প্লট পেয়ে যাবে। কিন্তু তারপরে আরো দু'ঘণ্টা কেটে গেছে। কখনো বসে, কখনো শুয়ে, কখনো বারান্দায় পায়চারি করতে করতে, আবার কখনো 'দিমাক-কা-বাত্তি' জ্বালানোর জন্য মাথা চাপড়াতে চাপড়াতে ভাবতে লাগলো গল্পের বিষয়ে। একেবারেই যে তার মাথায় কোনও প্লট আসেনি তা নয়। একটা কল্প বিজ্ঞানের গল্প, একটা গোয়েন্দা গল্প, এমনকি একটা ভূতের গল্পও তার মাথায় এলো। কিন্তু টিচার তাকে রূপকথার গল্প লিখতে বলেছেন। তাই সেই সব প্লট বাতিল। অবশেষে বেলা প্রায় সাড়ে বারোটার সময়ে সে তার বুনুর শরণাপন্ন হল। তার বোন টুপুর মাথায় খুব বুদ্ধি। একবার সে তার এক আন্টিকে ওয়েট কমানোর উপায় বলে দিয়েছিল । বলেছিল, 'শোনো আন্টি, আমি তোমায় ওজন কমানোর একটা সহজ উপায় বলে দিচ্ছি। তুমি রোজ একবার করে ওয়েট মেশিনে দাঁড়িয়ে নিজের ওয়েট দেখবে। তাহলে টেনশনেই তোমার ওয়েট কমে যাবে।' সে হেন টুপু দিদির সমস্যা শুনে তাকে পরামর্শ দিল, 'এত ভাবলে কোনদিনও প্লট মাথায় আসবে না। প্রচুর বেলা হল। এখন চান করে, খেয়ে দেয়ে ভালো করে ঘুমো। বিকেল বেলায় উঠে দেখবি মাথায় প্লট গিজগিজ করছে।'
পুপু উৎফুল্ল হয়ে বলে উঠল, 'এই জন্যই তো তোর কাছে আসা। জানতাম ঠিক একটা ভালো উপায় বলবি।' এই বলে সে চলল বুনুর কথা মত কাজ করতে। বিকেলবেলায় তাকে দেখা গেল এক মনে কী সব লিখতে। বোঝা গেল বুনুর ফর্মুলা কাজ করেছে। লেখা হওয়ার পরে সে টুপুকে বলল, 'শেষ পর্যন্ত হল। নে পড়ে দেখ।' টুপু বেশ গম্ভীর মুখে পড়ে টড়ে, মাথা চুলকে অনেক বিবেচনা করে বলল, 'ঠিকই আছে, কিন্তু বড্ড বেশি ছোট হয়ে গেল গল্পটা। আরেকটু বাড়ালে হত না?'
― আবার বাড়াবো কী করে?
― কল্পনা রে, কল্পনা। যা যা দেখেছিস তার সঙ্গে একটু কল্পনা মিশিয়ে লিখে দে।
― দূর তোর কল্পনা। আমার মাথায় আর কিছুই আসছে না।
― না রে না। আমি একটু মজা করছিলাম। খুব সুন্দর হয়েছে লেখাটা। দেখলি তো আমার কথাটা কেমন কাজ করে গেল!
― তা বটে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নেই তো গোটা গল্পটা দেখে ফেললাম। ওই পিঁপড়েদের সাম্রাজ্য, তাদের রাজা, রাণী, রাজকন্যা...। শুধু লেখার অপেক্ষা ছিল। কিন্তু, তোর মাথায় এত বুদ্ধি হল কোথা থেকে বল দেখি?
― হুঁ হুঁ বাবা, আমি সব জানি।
আয়ুষী চক্রবর্তী
Blog
Stories
পুপুর গল্প আর টুপুর কেরামতি
Oct 5 2023
Posted by : আয়ুষী চক্রবর্তী