Image-Description
Poems
তিন এক্কে তিন
Mar 30 2023 Posted by : Admin

স্মরণীয় দিন

বাবার দেওয়া দশটি টাকা
মায়ের দেওয়া আট,
আজকে দিনে আমি যেন
একটা বড়লাট ।

পকেটখানা দেখতে ছোট
কিন্তু ফাঁকা নয়
আজকে আমার নিজেকে এক 
রাজা মনে হয় ।

সবুজ রঙের এই যে বেলুন
এটা জানো কী ? 
আমার কাছে আজকে এটা
একটা পৃথিবী !  

মেলায় দেখে আমি নিজেই
কিনেছি "টিনটিন" 
ছোট্ট থেকে আজকে আমার
বড় হওয়ার দিন ।


*

বোস পুকুরে

ছেলে মেয়ে দুপুরবেলা
জলের মাঝে দিচ্ছে সাঁতার,
পানার উপর করছে খেলা
তিনটে শালিক,চারটে ছাতার।

চুপড়ি ভরা আনাজ নিয়ে
একটা বুড়ি ধুচ্ছে ঘাটে,
ধোপার মেয়ে আছাড় দিয়ে
লম্বা কাপড় ঠুকছে কাঠে ।

গয়লা দেখি ভর দুপুরে
গরু বাছুর ধোয়াচ্ছে রোজ,
হাজার দূষণ বোস পুকুরে
তোমরা কি কেউ রেখেছ খোঁজ?


*

খুকু যখন

খুকু যখন হাসে 
ফাগুন চলে আসে,
নানা ফুলের গন্ধ মেলে
আকাশে বাতাসে ।

খুকু যখন ছোটে
আকাশে চাঁদ ওঠে,
ঘর উঠোনে আলোয় আলো 
আলোর ফুলকি ফোটে ।

খুকু যখন বলে
কোকিল গেয়ে চলে,
স্বরলিপির নতুন সে গান
শোনে দলে দলে ।

খুকু যখন কাঁদে
সবাই পড়ে ফাঁদে
খাওয়া-নাওয়া ভুলে গিয়ে
চেঁচায় আর্তনাদে ।


 লেখক : স্বপন কুমার বিজলী


Popular Books


Comments

  • সুদীপ ওম ঘোষ

    খুব সুন্দর

    Mar 31 2023
  • শ্রেয়শ্রী রায়

    বেশ ভালো লাগলো

    Mar 31 2023
  • Obai

    খুব মিষ্টি তিনটি ছড়া????????

    Apr 1 2023

Write a Comment