Image-Description
Poems
রাঙিয়ে দেব
Feb 14 2024 Posted by : montajpublishing

হলুদ পরী হয়ে যদি 
বিদ্যালয়ে যাই?
কেউ নিবি না সঙ্গে আমায় 
কি যে বলিস ভাই!
বিদ্যাদেবী সরস্বতী 
শ্বেতবসনা বলে?
আমরা হব শ্বেতবসনা 
এই না হলে চলে!
ভালো কথা হোক তবে তাই
কিন্তু কিছু বাকি ―
মনের ভিতর কালিগুলো 
মারবে না তো ফাঁকি?
বাহির যদি সাদা করি 
ভিতর করব সাফ,
নইলে কিন্তু সরস্বতী 
করবে নাকো মাপ!
মন্দ কথা মারামারি 
হিংসা গালি যত,
ফেলব ঝেড়ে মনের থেকে 
ধুলো ঝাড়ার মতো।
ফুল চন্দনে পুজো দিয়ে 
মায়ের যে বর নেব ―
ভালোবাসা ভালো ভাষায় 
সব রাঙিয়ে দেব।

-শিবানী কুণ্ডু খাঁ


Popular Books


Comments

  • Sandip Kumar Panda

    কবিতাটি মনোমুগ্ধকর। কবিতাটি পুজোর গন্ধ লেগে থাকলেও তার সাথে আমাদের সকলের জন্য লেখিকা একটি বার্তা কবিতার মধ্যে দিয়েছেন। আমার এই লাইটা খুব ভালো লাগলো "ফেলব ঝেড়ে মনের থেকে ধুলো ঝাড়ার মতো। ফুল চন্দনে পুজো দিয়ে মায়ের যে বর নেব ―"

    Feb 15 2024
  • Ranu Sil

    বেশ ভালো। সুন্দর কবিতা।

    Mar 10 2024

Write a Comment