Image-Description
Poems
রথযাত্রা
Jun 28 2023 Posted by : montajpublishing

স্নানযাত্রায় জগন্নাথ
স্নান করেছেন দুধে,
জ্বরে ভুগে, রুচছে নাকো
 কিচ্ছুটি তাঁর মুখে।
পথ্যি করতে যাবেন তিনি
 মাসির বাড়ি তাই,
আটটা দিন হাওয়া বদল,
 এইটুকু তো চাই।
জগন্নাথ একলা মোটেই
 চাইছেন না যেতে,
বলরাম ও সুভদ্রা তাই 
জোট বেঁধেছেন সাথে ।
তালধ্বজ রথ চলেছে 
সবার আগে আগে,
বলভদ্র আসীন তাহে 
সারথি সাত্যকি সাথে।
মাঝে দর্পদলন রথে
সুভদ্রা ভগিনী,
সুদর্শনা সাথে আছেন 
বড় প্রিয় সঙ্গিনী।
মিতালী সারথির হাতে
দিয়ে রথের রশি ,
জগন্নাথ সবার শেষে 
মুখে মধুর হাসি।
পরিষ্কার করেন রাজা
সোনার ঝাঁটায় পথ,
সেই পথেতেই এগিয়ে চলে
 তিন দেবতার রথ। 
ভক্তেরা সব টান দিয়েছে
 রথের সে রশিতে,
আকাশ বাতাস ভরে ওঠে 
"জয় জগন্নাথ" ধ্বনিতে।

বিজয় লক্ষী মুখার্জী


Popular Books


Comments

  • qDNaHEOn

    evUSiZjMFxbkrdz

    Feb 7 2024
  • qDNaHEOn

    evUSiZjMFxbkrdz

    Feb 7 2024
  • qDNaHEOn

    evUSiZjMFxbkrdz

    Feb 7 2024
  • pifdZEuPrgNLF

    MTCDtNcgjPkOJXi

    Mar 14 2024
  • pifdZEuPrgNLF

    MTCDtNcgjPkOJXi

    Mar 14 2024
  • pifdZEuPrgNLF

    MTCDtNcgjPkOJXi

    Mar 14 2024

Write a Comment