Image-Description
Poems
বিদ্যেবতী
Feb 14 2024 Posted by : montajpublishing

সরস্বতী বিদ্যেবতী

অনেক আছে তাড়া

স্কুল গাড়িতে, বইয়ের মাঝে

ছুটিস নে আর, দাঁড়া।

আজকে ছুটি গরম লুচি

তরকারিতে আয় ―

হলুদ শাড়ি পরিয়ে দিই মা,

বেলাই বয়ে যায়।

দেখ না ভাইয়ের হাতে-খড়ি

পুরুত মশাই বসে

ক্যাবলা পুচু সেলেট নিয়ে

কেমন আঙুল চোষে!

মা কী রকম সাজিয়েছে দেখ,

কত্ত ফলের বাহার,


অঞ্জলি আর একটু পরেই,

এখন তো "নো আহার"!


কুল খেতে খুব ইচ্ছে করে,

আজকে পরেই খাবি,


এ দিন খানা পেরিয়ে গেলে,

বছর ঘুরে পাবি।


আলপনা দি, কাঁসর বাজাই

সক্কলেতে মিলে
ভাই বোনে আর বাপ মায়েতে

আনন্দে সুর তুলে।

-ড. শুভায়ু দে

 


Popular Books


Comments

  • Sandip kumar Panda

    পড়ে বেশ ভালো লাগলো। বেশ সুন্দর ছন্দবদ্ধ ছড়াটি। ছোটদের তো ভালো লাগবেই। পুজোর একটা আমেজ বিরাজ করছে লাইনগুলিতে। সহজ সরল ভাষায় এরকম ছড়া আরও পড়তে চাই।

    Feb 15 2024
  • বিজয়লক্ষ্মী মুখার্জী

    খুব সুন্দর আর সহজ ছড়ায় আঁকা পুজোর ছবি

    Feb 28 2024

Write a Comment