Image-Description
Poems
বল দেখি মা
Apr 12 2023 Posted by : Admin

বল দেখি মা আমার কেন
ঘুম পায় রোজ রাতে?
ঠিক তখনি চাঁদের বুড়ি
দাওয়ায় চরকা কাটে।
রাতেই নাকি তারার দল
খেলে বেড়ায় বনে,
রাখব ধরে একটারে তার
আমার ঘরের কোনে।
আসে পরী, রাজপুত্তুর
পক্ষীরাজের ঘোড়া,
ধরব ঘোড়া বলব তারে
নিয়ে যাবি দাঁড়া।
তুমি তখন ভয় পাবে না
যাচ্ছি না তো দূরে,
সাত সাগর আর তেরো নদী
আসব শুধু ঘুরে।
তেপান্তরের মাঠ পেরিয়ে
রক্ষ পুরীর দেশে
রাজকন‍্যা মুক্ত করেই
ফিরব আমি হেসে।
সকাল হলে ব‍্যাঙ্গমীরে
শুধিয়ে নেব পথ,
ঘোড়ার গলায় বেঁধে দেব
স্বর্ণ কমল রথ।
দেখবে তখন রাজার মতন
ফিরছি তোমার কাছে,
তোমার মতোই অপেক্ষাতে
বিশ্ব ভুবন আছে।

 

মনোরঞ্জন ঘোষাল


Popular Books


Comments

  • lTGEIRUQg

    bVehFLZvsKpO

    Jan 29 2024
  • lTGEIRUQg

    bVehFLZvsKpO

    Jan 29 2024
  • lTGEIRUQg

    bVehFLZvsKpO

    Jan 29 2024

Write a Comment