Image-Description
Travels
দোদুল দোলের আবেশে
Mar 2 2024 Posted by : শংকর দেবনাথ

আজ সারাদিন কাজহারা দিন
আয় ছড়াসই দু'জনে,
খেলব রঙ আর মেলব ডানা
প্রাণের কুহু-কুজনে।

ছন্দ রঙের গন্ধ মেখে
সাজাই তোকে আবিরে,
আয় ছড়া সই রঙ থই থই
রূপ-সাগরে নাবি রে।

অন্ত্যমিলের নীলের রঙে
রাঙাই সোহাগ পরশে,
আয় না ও সই এক হয়ে রই
সাজিয়ে রঙে ঘর ও সে।

ভাব-রঙে ভাব করব দু'জন
সুজন সখা-সখিতে,
বনপলাশির আগুন হাসির
বাজবে বাঁশি চকিতে।

শব্দ রঙের লব্ধ খুশি
তা থৈ তা থৈ তা ধিনা,
সার বেঁধে হার হয়েই নাচুক
ইচ্ছেমতন স্বাধীনা।

আজ সারাদিন কাজহারা দিন
লাজহারা সাজ ভাবে সে,
আয় ছড়া সই রঙ মাখি ওই
দোদুল দোলের আবেশে।

 

 

শংকর দেবনাথ


Popular Books


Comments

  • Sandip Kumar Panda

    ছড়াটি পড়ে ভালো লাগলো। ছন্দবদ্ধ ছড়াটি আগাগোড়া ছন্দের মধ্যে আবদ্ধ। কবির সৃষ্টি সত্যি মধুর। তবে এটি শিশুদের পড়তে যথেষ্ট বাধা সৃষ্টি করবে কারণ ছড়াটি একটু হলেও শক্ত শব্দের নিয়ে গঠিত হয়েছে , আর একটু সাবলীল হলে ভালো হতো। তবে আমরা বড়োরা পড়ে অবশ্যই আনন্দ পাবো। ছড়াটির রস বা ছন্দ নিয়ে কোন কথা হবে না। আমার প্রিয় পংক্তি হল - "ভাব-রঙে ভাব করব দু'জন সুজন সখা-সখিতে, বনপলাশির আগুন হাসির বাজবে বাঁশি চকিতে।"

    Mar 2 2024
  • বিজয় লক্ষ্মী মুখার্জী

    সুন্দর ছড়া, ছন্দে আছে। তবে সন্দীপ বাবুর সাথে একমত ছোটোদের জন্য আরও একটু সহজ ভাষায় লেখা হলে ভালো হতো

    Mar 3 2024
  • বিজয় লক্ষ্মী মুখার্জী

    সুন্দর ছড়া, ছন্দে আছে। তবে সন্দীপ বাবুর সাথে একমত ছোটোদের জন্য আরও একটু সহজ ভাষায় লেখা হলে ভালো হতো

    Mar 3 2024
  • Ranu Sil

    বেশ ভালো। আমার পঞ্চম স্তবকটি পড়তে গিয়ে একটু ছন্দ কাটল। শুভেচ্ছা নেবেন।

    Mar 10 2024
  • UirXDAxdvfgohVEB

    tZSPkDdW

    Mar 14 2024
  • UirXDAxdvfgohVEB

    tZSPkDdW

    Mar 14 2024
  • UirXDAxdvfgohVEB

    tZSPkDdW

    Mar 14 2024
  • সুজয় সাহা

    ভালো

    Mar 20 2024

Write a Comment