Image-Description
Stories
চিড়িয়াখানায় যাওয়া
Oct 3 2023 Posted by : montajpublishing

২০২২ সালের ১৫ ই  মে আমি, মা এবং বাবার সাথে চিড়িয়াখানায় গিয়েছিলাম। লম্বা লাইন দিয়ে চিড়িয়াখানায় ঢুকে গেলাম।ওখানে গিয়ে দেখি একটা জিরাফ তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আবার একটু দূরে গিয়ে দেখি বনের মধ্যে সিংহ বসে আছে। তারপর আরও পশুপাখি দেখেছি, যেমন ― সাপ, হরিণ, শেয়াল, ভাল্লুক, মাছরাঙা, ময়ূর এমন কি অনেকটা বাঘের মতো দেখতে একটা বড় বন্য বেড়াল ও দেখেছি। আমি বললাম ― বাবা এই চিড়িয়াখানার নাম কী? বাবা বললেন এটা আলিপুর চিড়িয়াখানা। ও, তার মানে এটা তো এক বিখ্যাত চিড়িয়াখানা ― বললাম।হ্যাঁ। ওখান থেকে বেরিয়েই একটা হোটেল ছিল। সেখানেই সেদিন আমরা থাকব ঠিক হল। তারপর দিন আমরা বাড়ি ফিরব বলে কলকাতা থেকে দুর্গাপুরের ট্রেনে চাপলাম। তবে সেদিন আর বাড়ি ফিরতে পারলাম না। কারণ ট্রেন চালু হওয়ার কিছুক্ষণ পর থেমে গেল ― শুনলাম সেদিন আর ট্রেন চলবে না। তার পরদিন বহু কষ্ট করে আমরা বাড়ি ফিরি। তবে আমরা খুব আনন্দ করে ও ভালোভাবে চিড়িয়াখানায় বেড়িয়েছিলাম।

আহেলি চ্যাটার্জী


Popular Books


Comments

Write a Comment