Image-Description
Poems
এক জোড়া ছড়া
Apr 10 2023 Posted by : Admin

(১) সবার আলো

'দেওয়ালিতে আকাশ জুড়ে আলোর রোশনাই, 
আজকে তবে কেন মা গো, চাঁদের দেখা নাই?'
প্রশ্ন শুনে ছোট্ট খুকুর মায়ের মুখে হাসি, 
বলেন 'ঠিক আমরা যেমন চাঁদকে ভালোবাসি, 
দূরের দেশের আঁধার রাতেও সবাই খোঁজে তাকে। 
তাইতো হেথায় আলোর রাতে চাঁদ সেখানে থাকে।'
বললো খুকি, 'ঠিক কথা তো, সবার সমান আলো, 
সবার সমান আনন্দ হোক, সবাই থাকুক ভালো।'
সরল কথা ছোট্ট মনের সহজ করে বোঝা, 
সব বড়রাও খুকুর মত বুঝবে কবে সোজা?

(২) আকাশ ভরা তারা

'দিনের বেলায় সব তারারা ঘুমোয় ফিরে বাড়ি?'
ভাইয়ের প্রশ্নে বলছে দিদি ছোট্ট মাথা নাড়ি, 
'সুয্যিমামা ঢেকে দিলেও যায়না কোথাও ওরা, 
যেইনা আঁধার ঘনায়, ওমনি চোখেতে দেয় ধরা।'
রাতের আকাশ দেখছে দুজন, সেই দিদি আর ভাই, 
বললো ভাইটি 'দেখ দিদিভাই, একটা তারাও নাই।
দিনের বেলায় আলোর ছুটি, তবে রাতে গেল কই?'
'সব তারারাই লুকিয়ে আছে নীল আকাশে ওই।
মেঘ করেছে তাইতো রে ভাই খেলছে লুকোচুরি, 
সবাই উঠবে ঠিক ফুটে মেঘ কাটলে পুরোপুরি।'

মুম্মা মিত্র


Popular Books


Comments

  • Tushnik Ghosh

    Asadharan dutoi

    Apr 11 2023
  • NpxrCKumJYDEg

    VwrnZsTPjIQaqL

    Mar 14 2024
  • NpxrCKumJYDEg

    VwrnZsTPjIQaqL

    Mar 14 2024
  • NpxrCKumJYDEg

    VwrnZsTPjIQaqL

    Mar 14 2024

Write a Comment